সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো মুর্শিদাবাদে নবগ্রাম থানার মেহেদিপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুরন্ত গতিতে আসা মাল বোঝাই একটি লরি ধাক্কা মারে চলন্ত এক ট্রাক্টরে। ঘটনায় মারাত্মক ভাবে জখম হয় ট্রাক্টর চালক। স্থানীয়দের হস্তক্ষেপে আহত ট্রাক্টর চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। স্থানীয় মানুষজন ও পুলিশের তৎপরতায় ঘাতক লরিটিকে আটক করা গেলেও গাড়ি চালক পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার জেরে স্বাভাবিকভাবে দীর্ঘ সময়ের জন্য যানজট সৃষ্টি হয় ওই এলাকায়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে যানজট মুক্ত হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক। দুর্ঘটনার ফলে সাময়িক ভাবে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। স্থানীয়দের অভিযোগ- ফোর লেন রাস্তায় নো এন্ট্রি থাকার কারণে এই দুর্ঘটনা। দুর্ভাগ্যবশত এক সপ্তাহে একই জায়গায় পরপর তিনটি দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট দুই জনের। স্বাভাবিকভাবে বিষয়টির দিকে বিশেষ নজর দেওয়ার জন্য স্থানীয় মানুষজন আবেদন জানায় পুলিশ প্রশাসনের কাছে।