আরজি কর কান্ডে দোষিদের আড়াল করার চেষ্টা করছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। এমন অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে পথে নামল বামফ্রন্ট। শনিবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে মিছিল বার করা হয়। শহর পরিক্রমা করে বিশাল মিছিলটি শেষ মোহনা বাসস্ট্যান্ডে। সিপিএমের জেলা,সম্পাদক জামির মোল্লা বলেন, আরজি করের নৃশংস ঘটনায় দোষিদের আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আমরা চাই যারা প্রকৃত দোষী তারা ধরা পড়ুক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আরজিকরের ঘটনায় আমাদের প্রতিবাদ আন্দোলন থামবে না।