ভারত সেবাশ্রম সংঘ সহ সনাতনী অন্যান সেবা প্রতিষ্ঠানের সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ধিক্কার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে ।এদিন সন্ধেই বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে জেলার বিভিন্ন প্রান্তের সাধু সন্যাসী ও ভারত সেবাশ্রম সংঘের ভক্ত অনুগামীরা জমায়েত করেন
। মিছিলে নেতৃত্ব দেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখার অধ্যক্ষ প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। ছিলেন লালবাগ রাধামাধব মন্দিরের প্রধান সেবাইত বিশ্বজিৎ রায় ছাড়াও অন্যান সন্ত বর্গ। মিছিল শহর পরিক্রমা করে সমাপ্ত হয় গোরাবাজার মোহন মোড়ে।অবিলম্বে কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার করার দাবিতে সরব হন মিছিলে আগত ভক্তবৃন্দ মিছিলকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে।