“মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান অভিযানের মাধ্যমে লেক টাউন নেতাজি সুভাষ চক্রবর্তীকে স্মরণ”

“মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান অভিযানের মাধ্যমে লেক টাউন নেতাজি সুভাষ চক্রবর্তীকে স্মরণ”

Reported By:- News Desk

আজ জননেতা সুভাষ চক্রবর্তী 16তম মৃত্যুদিন এই মৃত্যু দিনকে কেন্দ্র করে তার হাতে তৈরি করা লেকটাউন বইমেলার পক্ষ থেকে ১৫ তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সংঘটিত হয় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় লেকটাউন বইমেলা কমিটির অফিসে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসে পিউপিলস ব্লাড ব্যাংকের কর্মীরা প্রায় 125 জনের উপর মানুষ জননেতা সুভাষ চক্রবর্তী স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দান করে এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু উপস্থিত ছিলেন রবিন দেব বিশিষ্ট ক্রীড়াবিদ ভাস্কর গাঙ্গুলী কল্লোল মজুমদার শমিক লাহিড় গণশক্তি পত্রিকার সম্পাদক গার্গী চ্যাটার্জী সোমনাথ ভট্টাচার্য নেপাল দেব ভট্টাচার্য সৌরভ চক্রবর্তী তন্ময় ভট্টাচার্য অধ্যাপিকা সবিতা রায় চৌধুরী দেব শংকর রায় চৌধুরী সহ লেকটাউন অঞ্চলের বিশিষ্ট মানুষেরা এবং লেকটাউন বইমেলা কমিটির ১০০ জন সদস্যকে নিয়ে যে পথ চলা সারা বছর অ্যাম্বুলেন্স পরিচালনা করা ডেড বডি ক্যারিয়ার ভ্যান সহ স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা করা সুভাষ চক্রবর্তী জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের জন্য করে গেছিলেন এবং মানুষের পাশে থেকে ছিলেন সেই লক্ষ্যেই সুভাষ চক্রবর্তী হাতে তৈরি লেকটাউন বইমেলা এখনও পর্যন্ত সুভাষ চক্রবর্তী আদর্শে মানুষের পাশে থাকা জন্য প্রতিমুহূর্তে কর্মসূচি গ্রহণ করছে যার মধ্যে দিয়ে মানুষের পাশে থাকা যায় মানুষের কে সাথে নিয়ে চলা যায় সেই ভাবনা চিন্তারই অংশ হিসেবে সুভাষ চক্রবর্তী মৃত্যু দিনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং স্বেচ্ছায় রক্তদান শিবির সংঘটিত করা

Leave a Reply

error: Content is protected !!