Reported By : Binay Roy
৬ ই ডিসেম্বর, মঙ্গলবার, মুর্শিদাবাদের নওদায় ২৫ অক্টোবর নদীয়ার নারায়ণপুর অঞ্চলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মতিরুল ইসলাম খুন হয়েছিলেন। ওই ঘটনায় ইতিপূর্বে ইসরাফিল সেখ নামে একজনকে গ্রেফতার করে নওদা থানার পুলিশ। পাশাপাশি সূত্র মারফত খবরের ভিত্তিতে গতকাল (সোমবার) ব্যাঙ্গালোর থেকে আরও দুই জনকে গ্রেফতার করা হয়। ধৃত জাকির সেখ ও রবিউল সেখকে আজ বহরমপুরে জেলা দেওয়ানি ও দায়রা আদালতে তোলা হয়। পাশাপাশি ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে ধৃতদের ১৫ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায় নওদা থানার পুলিশ। আদালত ধৃতদের ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। আদালত সূত্রে জানা যায়, আগামী ১৩ ডিসেম্বর পুনরায় তাদের আদালতে তোলা হবে।