মথুরাপুর  এলাকার  প্রবীণ  নাগরিকদের  নিয়ে মায়াপুর ভ্রমনের এক কর্মসূচি  গ্রহন

মথুরাপুর এলাকার প্রবীণ নাগরিকদের নিয়ে মায়াপুর ভ্রমনের এক কর্মসূচি গ্রহন

Reported By:- News Desk

পঞ্চায়েত সদস্যর উদ্যোগে বয়স্ক নাগরিকদের নিয়ে মায়াপুর ভ্রমনঃ কথায় আছে মায়াপুর ধাম বারবার আর সেই কথা মাথায় রেখে সোনারপুর দুই নং গ্রাম পঞ্চায়েত সদস‍্য সুমন হালদারের উদ্যোগ মথুরাপুর এলাকার প্রবীণ নাগরিকদের নিয়ে মায়াপুর ভ্রমনের এক কর্মসূচি গ্রহন করা হয়েছে। সুমনববাবু জানান মথুরাপুর এলাকার অনেক বয়স্ক নাগরিক আছে যাদের সামর্থ‍্য নেই মায়াপুর দর্শনের তাই তাদের কথা মাথায় রেখে তিনি এমন উদ্যোগ নিয়েছেন। গতবছর প্রথম এই উদ্যোগ গ্রহন করেন সুমন বাবু আর তাতে ব‍্যাপক সাড়া পরে। সেই কথা মাথায় রেখে এবার এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় একশো কুড়ি প্রবীণ নাগরিককে দুটি বাসে করে মায়াপুর ভ্রমনের ব‍্যবস্থা করেন সুমনবাবু। আজ সকালে মায়াপুর দর্শন করে প্রবীন নাগরিকরা আনন্দের সুরে সুমন বাবুর এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের একটাই আবদার বছর বছর যেন এমন উদ্যোগ তিনি গ্রহন করেন।
সুমন্ত দাসের রিপোর্ট

Leave a Reply

error: Content is protected !!