এলাকা থেকে মদ উচ্ছেদের দাবিতে প্রমীলা বাহিনীর অভিযান।জিয়াগঞ্জ থানার বড়নগর মাহাত পাড়ার ঘটনা।
প্রমীলা বাহিনীদের অভিযোগ দীর্ঘদিন ধরে জিয়াগঞ্জ থানার বড়নগর মাহাত পাড়া এলাকায় বাড়ি বাড়িতে চলে মদ বিক্রি।আর বাড়ির পুরুষরা সেই মদ খেয়ে প্রত্যেক দিন বাড়িতে অশান্তি সৃষ্টি করে।জিয়াগঞ্জ থানা ও আজিমগঞ্জ পুলিশ ফাঁড়ির জানিয়েও কোন সুরাহা হয়না।বরণ পুলিশ কে অভিযোগ জানানোর পর বরং পুলিশ টাকার বিনিময়ে মদ বিক্রেতাদের সতর্ক করে দেয়।মদের বিরুধ্যে পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করে না ।তাই মঙ্গলবার সকাল থেকে বড়নগর মাহাত পাড়ার স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা একত্রিত হয়ে অভিযান চালায়। বাড়িতে বাড়িতে চলে তল্লাসি অভিযান উদ্ধার হয় একের পর এক মদের বোতল,উদ্ধার হয় মদ তৈরীর কাঁচামালও।ঘটনাস্থলে ছুটে আসে জিয়াগঞ্জ থানার পুলিশ।