Skip to content
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করলেন দ্য কলিং ডোমকল পত্রিকা এবং ইচ্ছা ফাউন্ডেশন

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করলেন দ্য কলিং ডোমকল পত্রিকা এবং ইচ্ছা ফাউন্ডেশন

Reported By:- Masud Rana

সোনার টুকরো ছেলেমেয়েদের বেছে এই প্রথম এক ঝাক কৃতি সন্তানকে পুরস্কৃত এবং সম্বর্ধনা দিলেন দ্য কলিং ডোমকল পত্রিকা এবং ইচ্ছা ফাউন্ডেশন। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে রাজ্যে রাংক অধিকারী প্রথম দ্বিতীয় এবং তৃতীয়দের ব্যাচ পরিয়ে উত্তরীয় ও ফুলের বুকির পাশপাশি সার্টিফিকেট এবং মমেন্টো দিয়ে পুরস্কৃতর পাশাপাশি সম্মাননা এবং সংবর্ধনা দেওয়া হয়। ডোমকল মহকুমা এলাকার ডোমকল রাণীনগর জলঙ্গি থেকে আগত কৃতি সন্তানদের নিয়ে ডোমকলের একটি প্রাইভেট স্কুলে এই কর্মসূচি গ্রহণ করা হয়। একসাথে পরপর ন'জন ছাত্র-ছাত্রী তাদের এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়। এদের মধ্যে কেউ রাজ্য মধ্যশিক্ষা পরিশোধ বোর্ড তো আবার কেউ মাদ্রাসা বোর্ডের ছাত্র-ছাত্রী ছিলেন বলে জানা যায়। আজকের এই অনুষ্ঠানে সকল ছাত্র-ছাত্রীরা সম্মানিত হওয়ার পর খুশিতে আপ্লুত হয় এদিনের এই কর্মসূচিতে নাচ-গান আবৃত্তি কবিতা নিয়ে উপস্থিত ছিলেন এক ঝাঁক সাহিত্যিক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা। ডোমকল মহকুমা এই প্রথম এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবী সমাজ।

Leave a Reply

error: Content is protected !!