“মধুমিতা”-র সাহসী ছবি নেটদুনিয়ায় ভাইরাল !

“মধুমিতা”-র সাহসী ছবি নেটদুনিয়ায় ভাইরাল !

Reported By:- Subham Roy

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, মধুমিতা সরকার (Madhumita Sarcar)-এর সাথে এসভিএফ-এর সম্পর্কে চিড় ধরেছে। তবে এসভিএফ-এর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্মদিনে মধুমিতার অনুপস্থিতি তা সুনিশ্চিত করে দিয়েছে। এমনকি হইচই-এর আগামী প্রোজেক্টগুলিতেও মধুমিতার নাম নেই। অপরদিকে তিনিও এসভিএফ-এর বাইরে অন্য প্রযোজনা সংস্থার সাথে কাজ শুরু করেছেন। সোশ্যাল মিডিয়াতেও মধুমিতা যথেষ্ট অ্যাকটিভ। জীবনের বিভিন্ন মুহূর্ত, ফটোশুট, রিল শেয়ার করেন তিনি। সম্প্রতি মধুমিতার নতুন ফটোশুটের ঝলক ইন্সটাগ্রামে শেয়ার করা হল মধুমিতার ফ্যান পেজের পক্ষ থেকে।ছবিতে মধুমিতার পরনে রয়েছে লাল রঙের ব্রালেট ও ট্রাউজার। ব্রালেটটি প‍্যাডেড। ব্রালেটের নেকলাইন ডিপ হওয়ার কারণে উন্মুক্ত রয়েছে মধুমিতার ক্লিভেজ। স্লিভলেস ব্রালেটের সাথে মধুমিতার টিম আপ করা ট্রাউজারটি হাই-ওয়েস্ট। তাতে রয়েছে দুটি পকেট। খোলা রয়েছে মধুমিতার সিল্কি চুল। কালো আইলাইনারের টান ও কাজলে দুই চোখ সাজিয়েছেন মধুমিতা। ঠোঁট রাঙিয়েছেন উজ্জ্বল লাল রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। ট্রাউজারের একটি পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছেন মধুমিতা। মধুমিতা অভিনীত ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ আবারও স্টার জলসায় পুনঃসম্প্রচারিত হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!