“মধুমিতা” লাস্যময়ী আন্দাজে লেন্সবন্দি !

“মধুমিতা” লাস্যময়ী আন্দাজে লেন্সবন্দি !

Reported By:- Subham Roy

প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় চর্চায় মধুমিতা সরকার (Madhumita Sarcar)। নিজের সিনে কেরিয়ারের জন্য যতটা না, তার থেকে বেশি নেটদুনিয়ায় তাঁর কাণ্ডকারখানার জন্য সংবাদ শিরোনামে থাকেন অভিনেত্রী। ছোটপর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর বড়পর্দায় তিনি পা রেখেছেন ঠিকই। তবে মধুমিতার মূল খ্যাতি এসেছে সোশ্যাল মিডিয়া থেকেই। এখনো পর্যন্ত যে কটি ছবি এবং ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছেন, দর্শকদের ভালোবাসা পেলেও বক্স অফিসে তথাকথিত সাফল্য পায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মধুমিতার জনপ্রিয়তা তাবড় টলিউড তারকাদের মাত দেওয়ার ক্ষমতা রাখে। ইনস্টাগ্রামে ২.৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে মধুমিতার। টলিপাড়ার প্রথম সারির তারকাদের প্রায় ছুঁয়ে ফেলতে চলেছেন তিনি। প্রায় রোজই কোনো না কোনো রিল ভিডিও বা ফটোশুটের ছবি নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। অতি সম্প্রতি ইন্ডাস্ট্রির নামী ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে একটি ফটোশুট করার কথা ঘোষণা করেছিলেন মধুমিতা। শেয়ারও করেছিলেন একটি ছবি। লাস্যময়ী আন্দাজে লেন্সবন্দি মধুমিতার ছবি দেখে রাতের ঘুম উধাও হওয়ার জো হয়েছিল নেটিজেনদের। এবার আবারো এক ভিডিও শেয়ার করলেন মধুমিতা।

Leave a Reply

error: Content is protected !!