সব মিলিয়ে মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ দম্পতি- এমনটাই অনুমান করছে পাড়াপ্রতিবেশি সহ তাদের আত্মীয় পরিজন। একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে পরিবারে কারও ঘাড়ের বোঝা না হতে চাওয়াই হ'ল এই আত্মহত্যার কারণ। তাই শেষ অবধি তাদের শেষ সিদ্ধান্ত অনুসারে রাতের অন্ধকারে নিজেদের বাড়ির বারান্দায় একসাথে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ দম্পতি। বলা বাহুল্য- বড় দুঃখজনক এই ঘটনায় স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমেছে ওই এলাকায়। শুক্রবার সকালে বহরমপুর শহরের গোরাবাজার জর্জ কোট মোড় সংলগ্ন এলাকার ঘটনা। আজ সকালে বিষয়টি নজরে পড়ে স্থানীয়দের। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে শম্ভু নাথ ঘোষ ও কল্পনা ঘোষ নামে ওই বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় বহরমপুর থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনায় ওই দম্পতি বার্ধক্যজনিত কারণে নানা রকম অসুখে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন ধরে। তাই মানসিক অবসাদেই একসাথে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি বলে অনুমান করছে তাদের আত্মীয়পরিজন।