আবারো ছোট পোশাকে নেটের কথাকে শিকার হলেন মনামী ঘোষ। মনামী মানেই ছোট্ট শরীরে ছোটখাটো পোশাকে তিনি আবির্ভাব হন তার অনুরাগীদের সামনে। তার প্রতিটি ছবি যেন একেকটা হট কেকের মতো অনুরাগীদের সামনে এলেই একেকটা ছবির উপরে একেবারে ঝাঁপিয়ে পড়েন কমেন্ট করার জন্য তবে সব সময় যে প্রশংসা পান অভিনেত্রী। তা কিন্তু নয়, বেশি খোলামেলা পোশাক পরলে কিন্তু তখন নেটিজেন দের কাছ থেকে নানান রকমের কুরুচিকর মন্তব্য ধেয়ে আসে, তবে সেই সবে কান দেন না অভিনেত্রী।
১১ ই মে এই ছবিটি নিজের instagram থেকে পোস্ট করেছেন তারপরে প্রায় ২২ হাজার লাইক পড়ে গেছে ছবিটা ৩৫০ টি কমেন্ট বা কমেন্ট লিখেছেন। একজন কমেন্ট করে বলেছেন, ‘অনেক তো বয়স হলো, এবার একটু থামুন’। তবে থামার যে পাত্রী নন অভিনেত্রী তো আমরা এতদিনে বুঝতেই পেরেছি, তবে আপনিও যদি অত্যন্ত বড় ফ্যান হয়ে থাকেন তাহলে ছবিটি কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন।