সম্প্রতি ‘মিরচি বাংলা মিউজিক অ্যাওয়ার্ডস’-এর মঞ্চ থেকে কয়েকটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন মনামী। ছবিগুলিতে মনামীর পরনে রয়েছে কালো রঙের স্পোর্টস ব্রা ও কালো জেগিংস। পায়ে একজোড়া লাল বুটস। জেগিংসটি লেদারের। মেকআপ করেননি তিনি। চুল খোলা রয়েছে। কখনও নাচের কোরিওগ্রাফি করতে ব্যস্ত তিনি। কখনও মাইক্রোফোন হাতে নিয়ে দিচ্ছেন নির্দেশ। কখনও তিনি ব্যস্ত কথা বলতে। ছোট ছোট মুহূর্তের কোলাজ নিয়ে তৈরি ফটো সিরিজটি শেয়ার করে মনামী লিখেছেন, তাঁর মনে হয় না, এখনও সকলে ফিল্মফেয়ার বাংলায় তাঁর রেড কার্পেট লুক ভুলতে পেরেছেন! এই কারণে নিজের আরও একটি দারুণ লুক শেয়ার করেছেন তিনি। কারণ রাতেই রয়েছে ‘মিরচি বাংলা মিউজিক অ্যাওয়ার্ডস’-এর অনুষ্ঠান।