Reported By : News Desk
২০ শে ডিসেম্বর, মঙ্গলবার, মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে মহিলাদের বিক্ষোভ। তাদের অভিযোগ, আবাস যোজনার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এদিন তারা গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখায়। ওই মহিলাদের অভিযোগ, আবাস যোজনার তালিকায় তাঁদের নাম ছিল কিন্তু সার্ভে করার পর তাঁদের নাম বাদ দেওয়া হয়। প্রকৃত গরীব মানুষদের নাম বাদ দেওয়া হয় ওই তালিকা থেকে। সার্ভে করার পরেও যাদের ঘর রয়েছে এমন লোকেদের নাম তালিকায় রেখে গরীব মানুষদের নাম বাদ দেওয়া হয়।