মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে বহরমপুর ব্লকের মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাজার মোড় থেকে প্রভাত কুন্ডুর বাড়ি হয়ে ৪ নম্বর দুর্গা মন্দির ভায়া শ্যামল কুন্ডু মিলনী মোড় থেকে কাশিমবাজার বালিকা বিদ্যালয় পর্যন্ত প্রায় ১১ লক্ষ ৩৭ হাজার টাকা খরচ করে শুরু হল রাস্তা মেরামতের কাজ। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ফিতে কেটে কাজের শুভ উদ্বোধন করলেন মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুষমা ঘোষ উপস্থিত ছিলেন বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু হাওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।