মনোনয়নের চতুর্থদিন কোনোরকম বিশৃঙ্খলা না ঘটলেও সরগরম থাকলো রানীনগর

মনোনয়নের চতুর্থদিন কোনোরকম বিশৃঙ্খলা না ঘটলেও সরগরম থাকলো রানীনগর

Reported By : Masud Rana

১৩ ই জুন, মঙ্গলবার, মনোনয়নের চতুর্থদিন কোনোরকম বিশৃঙ্খলা না ঘটলেও সরগরম থাকলো রানীনগর। সকাল থেকেই পুলিশি টহল ছিল এলাকায়। নানান জাইগায় চলল চেকিং। বিডিও অফিস চত্তর থেকে এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করার মাইকিং প্রচার করা হয়।

অপরদিকে মনোনয়ন জমাকে কেন্দ্র করে মিছিল এগিয়ে আসে। সেখানেও প্রবেশে বাধা দেই পুলিশ। যদিও মনোনয়ন জমা করতে প্রার্থীদের ছাড়ে পুলিশ। একাধিক জাইগায় পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মনোনয়ন জমা করতে সক্ষম হন। তবে তৃণমূলের বিরূদ্ধে একাধিক অভিযোগ খাড়া করেছেন বিরোধীরা।

শুধু তাইই নয়, বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিডিও অফিস থেকে এক কিমির ও বেশী দুরত্বে এক জাইগায় জড়ো হয়ে অবস্থান করেন। তাদের বক্তব্য কোনোরকম মনোনয়নে বাধা পড়লে পাল্টা প্রতিবাদ করবেন বলে জানান কংগ্রেসের কর্মীরা।

Leave a Reply

error: Content is protected !!