‘মন কি বাত’ ১০০ তম প্রচারপর্ব বাগনানে

‘মন কি বাত’ ১০০ তম প্রচারপর্ব বাগনানে

Reported By : অভিজিৎ হাজরা
২ রা মে, মঙ্গলবার, উৎসব মুখরতায় দেশ জুড়ে পালিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজীর জনপ্রিয় ' মন কি বাত ' এর ১০০ পর্ব। প্রধানমন্ত্রী তাঁর ১০০ তম ' মন কি বাত ' পর্বে এসে পরিচয় করালেন আমাদের দেশের কিছু সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা মানুষের সাথে। গ্ৰামীণ হাওড়া জেলার বাগনান স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজীর ' মন কি বাত ' এর কথোপকথন শোনা গেল।ভূ - ভারতের কয়েকটি স্থানের সুবিধা প্রাপকেরা তাঁরা তাঁদের ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপ করেন। এতে প্রধানমন্ত্রী ও সুবিধা প্রাপকেরা যারপরনাই খুশি ও উদাহরণ হিসেবে স্মৃতি হয়ে থাকলো। বেতার ও দূরদর্শণ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেশ - বিদেশের দেশবাসীর কাছে এই প্রচার অনুষ্ঠান তুলে ধরা হল। দেখতে দেখতে ' মন কি বাত ' শত তম পর্ব পদার্পণ করলো চৌকিদার - চা বিক্রেতা গর্ব অনুভবে ভারতের এন ডি এ জোটের গুজরাটের বাসিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজী। আজকে নারী শিক্ষা - বেটি বাঁচা ও বেটি পড়া ও এবং ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয় এই ' মন কি বাত ' প্রচার অনুষ্ঠানে। ' সেলুড তেরাঙ্গা ' র নেতৃত্ব কর্মীরা অগ্ৰণী ভূমিকা পালন করে এই প্রচারে।

' মন কি বাত ' সারা বিশ্বে রেকর্ড করেছে।১০০ তম ' মন কি বাত ' পর্ব অনুষ্ঠান শুনে এমনটাই বলেন পশ্চিমবঙ্গ বাই সাইকেল টুরিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ডঃ অনিন্দ গোপাল মিত্র।' মন কি বাত ' ১০০ তম পর্ব অনুষ্ঠান শুনে তিনি বলেন, ' আমরা ১০০ তম ' মন কি বাত ' পর্ব দেখলাম।এটাতেই প্রমাণিত হলো সারা বিশ্বে একজন বিশ্ব নায়কের কথা।যার কথা সারা পৃথিবীর মানুষ কন্টিনিউয়াসলি শুনে চলেছেন। এটা বিশ্বের প্রথম রেকর্ড। অনেক জায়গায় অনেক বিশ্ব নায়ক , রাষ্ট্র নায়ক চেষ্টা করেছেন কিন্তু সকলেই কয়েক দিন করার পর তা বন্ধ করে দিয়েছেন ' । তিনি আরও বলেন, ' আমাদের রাষ্ট্র নায়ক নরেন্দ্র দামোদর দাস মোদিজী, তার ' মন কি বাত ' অনুষ্ঠান এই একমাত্র অনুষ্ঠান যেখানে আমরা অনেক ট্যালেন্ট বা প্রতিভার কথা জানতে পারি যে গুলি হয়তো মিডিয়াতে প্রচার পায় না। মোদিজী সেই সব প্রতিভা গুলো সাধারণ মানুষের কাছে ' মন কি বাত ' অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরছেন ' ‌ গ্ৰামীণ হাওড়া জেলার বাগনান স্টেশনে এই প্রচার পর্ব অনুষ্ঠানে আমতা ২ নং ব্লকের জয়পুর থানার ঘনশ্যামচকের এক সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম দরিদ্র পরিবারের প্রতিভাবান শিক্ষার্থী সিরাজাম মনিরা বলেন, ' মেদিনীপুরের বেলদায় একটি খ্রীষ্টান হোস্টেলে থাকাকালীন আদিবাসী জনজাতি গোষ্ঠীর খৃষ্টান দুই নাবালিকার বিবাহ রোধ করে তাঁদের রক্ষা ও সুরক্ষার সর্বপ্রকার সহযোগিতার চেষ্টা নিজ দায়িত্বে করেছি ' ।মনিরা আরও বলেন, ' মন কি বাত ' আমার অনুপ্রেরণা।অতি কঠিন পরিস্থিতিতর মধ্যে দিন যাপন করছি।তার উপর উচ্চ শিক্ষার জন্য খরচ যোগাতে অপারগ আমার পরিবার। কিন্তু আমার মা,বাবা ও দাদা দিবারাত্রি মানুষের সেবা,শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা,নানান কল্যাণ সহ উন্নয়নে সামিল থাকেন তাঁরা।মহামারী, করোনা,বন্যা সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে, দূর্ঘটনা, কোন সমস্যা মূলক কাজের সমাধানে কোন বাদ বিচার না করে সচেষ্ট থাকেন এবং সমাধান ও করেন। তাঁদের দেখানো পথ অবলম্বন করে আমি এগিয়ে চলেছি।বহু শ্রদ্ধা জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজী -কে । তাঁর ' মন কি বাত ' শিক্ষনীয়। মনের কথা খোলামেলা ভাবে আদান প্রদান করে বলে সিরাজাম মনিরা বলে। মনিরা -র এই কথপোকথন শুনে পশ্চিমবঙ্গ বাই সাইকেল টুরিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ডঃ অনিন্দ গোপাল মিত্র বলেন, ' মনিরা -র এই কাজের কথা তিনি বিভিন্ন মানুষকে জানাবেন। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের আধিকারিকদের কাছে মনিরা - র এই কজের কথা জানাবেন। তাঁর উচ্চ শিক্ষায় আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানাবেন।

Leave a Reply

error: Content is protected !!