Reported By : অভিজিৎ হাজরা
২ রা মে, মঙ্গলবার, উৎসব মুখরতায় দেশ জুড়ে পালিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজীর জনপ্রিয় ' মন কি বাত ' এর ১০০ পর্ব। প্রধানমন্ত্রী তাঁর ১০০ তম ' মন কি বাত ' পর্বে এসে পরিচয় করালেন আমাদের দেশের কিছু সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা মানুষের সাথে।
গ্ৰামীণ হাওড়া জেলার বাগনান স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজীর ' মন কি বাত ' এর কথোপকথন শোনা গেল।ভূ - ভারতের কয়েকটি স্থানের সুবিধা প্রাপকেরা তাঁরা তাঁদের ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপ করেন। এতে প্রধানমন্ত্রী ও সুবিধা প্রাপকেরা যারপরনাই খুশি ও উদাহরণ হিসেবে স্মৃতি হয়ে থাকলো। বেতার ও দূরদর্শণ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেশ - বিদেশের দেশবাসীর কাছে এই প্রচার অনুষ্ঠান তুলে ধরা হল। দেখতে দেখতে ' মন কি বাত ' শত তম পর্ব পদার্পণ করলো চৌকিদার - চা বিক্রেতা গর্ব অনুভবে ভারতের এন ডি এ জোটের গুজরাটের বাসিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজী। আজকে নারী শিক্ষা - বেটি বাঁচা ও বেটি পড়া ও এবং ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয় এই ' মন কি বাত ' প্রচার অনুষ্ঠানে।
' সেলুড তেরাঙ্গা ' র নেতৃত্ব কর্মীরা অগ্ৰণী ভূমিকা পালন করে এই প্রচারে।