Reported By : News Desk
১২ই ডিসেম্বর, মঙ্গলবার, শুধু শরীর ভালো থাকাই যথেষ্ট নয়। একজন মানুষের মন ভালো না থাকলে তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ হয় না। সেই মন ভালো রাখার কাজ করে চলেছে 'Medindi'. যোগ সাধনা, ধ্যান, নাচ , গান, কবিতা আলোচনার মাধ্যমে মন ভালো রাখার অভ্যাস গড়ে তুলছে এই সংস্থা।