গৃহবধূর মোবাইল চুরি দেওরকে সন্দেহভাজন জিজ্ঞেস করতেই বেধড়ক মারধর , ঘটনায় জখম ওই গৃহবধূ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ডোমকলের রায়পুর শীতলনগর এলাকায়। জানাগেছে সেলিনা নামে ওই গৃহবধূর গত কয়েকদিন আগে মোবাইল হারিয়ে যায়, অনেক খোঁজাখুঁজির পর আজ সন্দেহভাজন তার দেওরকে জিজ্ঞেস করতে গেলে স্বামী শ্বশুর-শাশুড়ি এবং দেওর সকলে মিলেই বেধরক মারধর করে ঘটনায় জখম হয় ওই গ্রহ বধূ তারপরেই অজ্ঞতা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তৎক্ষণাৎ স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে নিয়ে আসে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে বহরমপুর স্থানান্তর করা হয় যদিও এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন তার দেওর শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে বলে খবর।