Skip to content
“মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এসের নেতাদের বলেছেন, আপনার আমাকে ১% সাহায্য করুন আমি বাংলা দখল করব” বললেন অধীর

“মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এসের নেতাদের বলেছেন, আপনার আমাকে ১% সাহায্য করুন আমি বাংলা দখল করব” বললেন অধীর

অধীর চৌধুরী বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২০০৩ সালের দিল্লীর আরএসএসের এক অনুষ্ঠানের ছবি দেখিয়ে বলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি আর এস এস প্রধানদের চিনতাম আজ আবার চিনলাম। সেখানে বিজেপি নেতাদের বলেন, আপনার আমাকে ১% সাহায্য করুন আমি বাংলা দখল করব”। আপনারা সবাই দেশ প্রেমী আপনারা আমাকে সাহায্য করুন আমি আপনাদের সাম্মান করি। আপনি রাজনীতির প্রতারক, রাজনীতির ভন্ড। পাশাপাশি তিনি আরও বলেন, মোহন ভাগবতের চাপে পড়ে আপনার ভাইপো গ্রেপ্তার হল না। ভাইপোকে নোটিশ পাঠানোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে ছুটে চলে গেলেন। আজও আর এস এসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিবিড় সম্পর্ক। এই সম্পর্ক আপনি অস্বীকার করতে পারেন না৷ আজ মুসলিম সমাজের এগুলো জানা দরকার। আপনার সাথে রাজনাথ সিং, নিতিন গড়গড়ি এবং মোহন ভাগবতের নিবিড় সম্পর্ক রয়েছে। তবে অমিত শাহের সঙ্গে দিদির কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন অধীর বাবু।

Leave a Reply

error: Content is protected !!