Skip to content
মুর্শিদাবাদের তীরন্দাজি প্রশিক্ষণ শিবির শেষ, ৬২ ছাত্রী পেলেন প্রশিক্ষণ

মুর্শিদাবাদের তীরন্দাজি প্রশিক্ষণ শিবির শেষ, ৬২ ছাত্রী পেলেন প্রশিক্ষণ

Reported BY:- Binoy Roy

মুর্শিদাবাদ জেলা তীরন্দাজি অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহারানী কাশিশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে গত চার দিনব্যাপী একটি তীরন্দাজি প্রশিক্ষণ শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। এই শিবিরে মোট ৬২ জন ছাত্রী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা যোগ দেন। শিবিরের সময়কালীন প্রশিক্ষণ প্রদান করেন জেলা তীরন্দাজি সংস্থার দক্ষ প্রশিক্ষকগণ, যাদের পেশাদারিত্ব এবং অভিজ্ঞতা ছাত্রীদের মধ্যে এক নতুন উদ্দীপনা যোগ করেছে। শিবির শেষে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। উপস্থিত ছিলেন কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চৈতালি চ্যাটার্জি, বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশনের সম্পাদক হীরালাল মন্ডল এবং মুর্শিদাবাদ জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব জগন্ময় চক্রবর্তী। প্রশিক্ষণের ব্যাপারে ছাত্রীরা নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, "আমরা খুব খুশি, কারণ আমরা নতুন কিছু শিখতে পেরেছি।" এভাবে, এই প্রশিক্ষণ শিবির শুধু শিক্ষার্থীদের মধ্যে তীরন্দাজির প্রতি আগ্রহ সৃষ্টি করেনি, বরং তাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি করেছে।

Leave a Reply

error: Content is protected !!