পরীক্ষা না দিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সরাসরি গ্রুপ সির পদে চাকরি জন্য নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগ অভিযোগ। গ্রেপ্তার বেলডাঙার যুবক অভিজিৎ মন্ডল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলডাঙ্গার ওই যুবক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গ্রুপ সির পদে চাকরির জন্য ভুয়ো নিয়োগপত্র নিয়ে আসে। ল্যাবরেটরি এসিস্ট্যান্ট পদে চাকরির জন্য নিয়োগপত্র দেখায় ওই যুবক। কিন্তু এরকম কোনো পোস্ট মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নেই। স্বাভাবিকভাবে সন্দেহ হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে । এর সঙ্গে বড় চক্র জড়িত খবর পুলিশ সূত্রে। সেই চক্রকে খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকেরা। কিভাবে কত টাকার বিনিময়ে এই ভুয়ো নিয়োগপত্র ওই যুবক পেল তার খোঁজ চালাচ্ছে পুলিশ।