Skip to content
মহরমের তাজিয়া তৈরিতে ব্যস্ত ইসলামপুরের তাজিয়া শিল্পীরা

মহরমের তাজিয়া তৈরিতে ব্যস্ত ইসলামপুরের তাজিয়া শিল্পীরা

 

রাত পোহালেই মহরম। এই মহরম মাস হচ্ছে হিজরি সনের আরবী মাসের প্রথম মাস। ১০ ই মহরম কারবালার মরু প্রান্তরে এজিদ বাহিনী হজরত ইমাম হোসেনকে চক্রান্ত করে হত্যা করে। তাই এই দিনটিকে স্মরণ করে সারা বিশ্বে মহরম পালন করা হয়। কিন্তু এই বছরও করোনা ভাইরাসের জন্য বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ বছর মহরমেও তাজিয়া বের না হবার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর ঠাণ্ডা আস্তানায় তাজিয়া তৈরী করতে ব্যস্ত তাজিয়া শিল্পীরা। তাজিয়া বের না হবার জন্য তাঁদের এবছরও মন খারাপ। তবুও মন খারাপের মধ্যে গত বছরের তাজিয়া বের করে সাফ সাফাই করতে আজ দেখা গেল দুই তাজিয়া শিল্পী সেখ নসিব ও সেখ তারিককে । প্রতি বছর দিন সাতেক আগে থেকে তাঁরা তাজিয়া তৈরি করতে ব্যস্ত থাকেন। তাজিয়া শিল্পী সেখ নসিব বলেন, জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী এবারে তাজিয়া বের হবে না। তাই আমরা এবছর ইসলামপুর ঠাণ্ডা আস্তানার দশের তরফ থেকে গত বছরের তাজিয়াকে মহরমের দিনে শুধু ফতেহা দেওয়া করাব কিন্তু কোথাও নিয়ে যাওয়া হবে না সেই তাজিয়া। তাজিয়া থাকবে আস্তানা প্রাঙ্গণে। এই তাজিয়া তৈরিতে ২৭ হাজার টাকা খরচ হয়েছে। এই তাজিয়া তৈরিতে হাত লাগিয়েছেন সেখ নসিম, সেখ মুকুল, সেখ আজাদ, সেখ রবিউল। এখানে কেউ মজুরি নেন না, সবাই এসে তাজিয়া তৈরিতে হাত লাগান।

Leave a Reply

error: Content is protected !!