মহান নভেম্বর বিপ্লব স্মরণে

মহান নভেম্বর বিপ্লব স্মরণে

Reported By:- তুষার কান্তি খাঁ

1917 সালের 7ইনভেম্বর রাশিয়াতে কমরেড ভি আই লেলিনের নেতৃত্বে শ্রমজীবী মানুষের রাষ্ট্রক্ষমতা দখলের লক্ষ্যে বিপ্লবী অভ্যুত্থান শুরু হয়। পরবর্তী দশটি দিন ''দুনিয়া কাঁপানো দশ দিন"হিসাবেই খ্যাত। বর্তমানে সোভিয়েত ইউনিয়ন না থাকলেও নভেম্বর বিপ্লবের প্রাসঙ্গিকতা আজকের দিনেও প্রবলভাবে রয়েছে বলে মনে করেন শ্রমজীবী শোষিত মানুষের মুক্তিকামী রা। সেই কারণেই প্রতি বছর নভেম্বর বিপ্লব বার্ষিকী গুরুত্বের সঙ্গে পালিত হয়ে চলেছে। ৭ইনভেম্বর সারা জেলার সঙ্গে নবগ্রামের নভেম্বর বিপ্লব দিবস উদযাপিত হয়। এদিন সিপিআইএম নবগ্রাম এরিয়া কমিটির উদ্যোগে মুজাফফর আহমেদ শতবর্ষ ভবনে পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান ও আলোচনার মাধ্যমে মহান নভেম্বর বিপ্লব পালন করা হলো। রক্ত পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বর্ষিয়ান কমরেড সঞ্জীব পান্ডে। উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, জুয়েল শেখ, মনিরুল ইসলাম সহ আরো অনেকে।

Leave a Reply

error: Content is protected !!