মহালয়ার প্রাক্কালে মুক্তি পেল বাংলা কাহিনীচিত্র ধোঁয়াশা

মহালয়ার প্রাক্কালে মুক্তি পেল বাংলা কাহিনীচিত্র ধোঁয়াশা

Reported By : News Desk
কোলকাতা (১৩ অক্টোবর '২৩):- মহালয়ার প্রাক্কালে মুক্তি পেল বাংলা কাহিনীচিত্র ধোঁয়াশা।

সুপ্রিয়া মণ্ডল-এর কাহিনী অবলম্বনে সুবোধ মণ্ডল নিবেদিত সুপ্রিয়া মণ্ডল প্রযোজিত এবং সুব্রত মণ্ডল ও সুপ্রিয়া মণ্ডল নির্দেশিত কাহিনীচিত্র ধোঁয়াশা-র আজ শুভমুক্তি ঘটল।

কাহিনীচিত্রের শুভমুক্তির পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই কাহিনীচিত্রের প্রযোজক সুপ্রিয়া মণ্ডল জানিয়েছেন, "এই মুহূর্তে ভারতীয় সমাজ অনেক এগিয়ে গেলেও এখনো ফরসা বা কালো রঙের দুর্বিষহ প্রভাবে সমাজব্যবস্থা আচ্ছন্ন। এখনো এই সমাজে গায়ের রঙ দেখে একজন মেয়ে অত্যাচারিত হয়, কর্ম জগতে যোগ্য সম্মান থেকে বঞ্চিত হয় কখনো বা প্রতারিত হয়, এই ব্যবস্থার বিরুদ্ধে কুঠারাঘাত করতেই তৈরি হয়েছে ধোঁয়াশা।"

অন্যদিকে এই কাহিনীচিত্রের অন্যতম নির্দেশক সুব্রত মণ্ডল বলেছেন, " এস এম প্রোডাকশন নিবেদিত ২ ঘণ্টা ১০ মিনিটের এই কাহিনীচিত্রে রয়েছে ৩ টে গান। এই কাহিনীচিত্রে বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা তিমিরবরণ-কে।"

Leave a Reply

error: Content is protected !!