কাহিনীচিত্রের শুভমুক্তির পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই কাহিনীচিত্রের প্রযোজক সুপ্রিয়া মণ্ডল জানিয়েছেন, "এই মুহূর্তে ভারতীয় সমাজ অনেক এগিয়ে গেলেও এখনো ফরসা বা কালো রঙের দুর্বিষহ প্রভাবে সমাজব্যবস্থা আচ্ছন্ন। এখনো এই সমাজে গায়ের রঙ দেখে একজন মেয়ে অত্যাচারিত হয়, কর্ম জগতে যোগ্য সম্মান থেকে বঞ্চিত হয় কখনো বা প্রতারিত হয়, এই ব্যবস্থার বিরুদ্ধে কুঠারাঘাত করতেই তৈরি হয়েছে ধোঁয়াশা।"