মহাসমারোহে পালিত হলো হাওড়ায় জাতীয় লোক আদালত

মহাসমারোহে পালিত হলো হাওড়ায় জাতীয় লোক আদালত

 Reported By:- News Desk

শনিবার, সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় লোক আদালত, যার অংশ হিসেবে হাওড়া জেলা আদালতও তার ব্যতিক্রমী নয়। এই বিশেষ অনুষ্ঠানের নেতৃত্ব দেন জেলা ও দায়রা বিচারক শ্রী অভিজিৎ সোম এবং জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতী সুপর্ণা সরকার। জেলার সদর আদালতে ১৬টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩টি বেঞ্চ বসেছিল। হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান, “জাতীয় লোক আদালতে নথিভূক্ত মামলাগুলোর বেশিরভাগ নিস্পত্তি ঘটে, যা লক্ষাধিক টাকা মূল্যের। আমরা সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের সাথে কাজ করেছি।” ১৬ নম্বর বেঞ্চে জুডিশিয়াল অফিসার শ্রী অসীম দেবনাথের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ছিল, যেখানে বেঞ্চ মেম্বার হিসেবে কলকাতা হাইকোর্টের ‘নন এডভোকেট মিডিয়েটর’ মোল্লা জসিমউদ্দিন এবং আইনজীবী দেবলীনা দে উপস্থিত ছিলেন। এছাড়া, ব্যাংকের পক্ষে ছিলেন প্রণব সাহা ও সোমনাথ কর। এই বেঞ্চে ঋণখেলাপীদের মামলা নিয়ে আলোচনা হয় এবং বেশিরভাগ মামলার নিষ্পত্তি ঘটে।

অন্যদিকে, ৩ নম্বর বেঞ্চে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্লাবন মুখার্জির নেতৃত্বে সিইএসসি মামলার নিস্পত্তি ঘটে। বেঞ্চ মেম্বার ছিলেন আইনজীবী অনির্বাণ অধিকারী এবং ট্রান্সাজেণ্ডার বোর্ডের ভাইস চেয়ারপার্সন মানবী বন্দ্যোপাধ্যায় (ঢোলা মহাবিদ্যালয়)। হাওড়া জেলা আদালতের অন্যান্য বেঞ্চগুলোতে ট্রাফিক আইন, মানি স্যুট, টাইটেল স্যুট, ব্যাংক, এনজিআর, বিদ্যুৎ এবং বন্ধন ব্যাংকের মতো বিষয়গুলির মামলা নিষ্পত্তি ঘটে। এই জাতীয় লোক আদালত কার্যক্রম হাওড়া জেলার নাগরিকদের আইনগত সমস্যার দ্রুত সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

Leave a Reply

error: Content is protected !!