Skip to content
মহুয়া বৈদ্যর কবিতা পাঠে রঙিন হয়ে উঠলো “জমিয়ে আড্ডা”র বার্ষিক সম্মেলন।

মহুয়া বৈদ্যর কবিতা পাঠে রঙিন হয়ে উঠলো “জমিয়ে আড্ডা”র বার্ষিক সম্মেলন।

Reported By News desk

কলকাতা, 22/05/2025 তারিখ— বাঙালিদের চিরাচরিত আড্ডা এখন যেন এক স্মৃতির মতো। ব্যস্ত জীবনের কারণে যেখানে বন্ধুরা একত্র হওয়ার সময় পায় না, সেখানে “জমিয়ে আড্ডা” নামে একটি নতুন সংস্থা সম্প্রতি কলকাতায় একটি বার্ষিক সম্মেলন আয়োজন করেছে।

গত শনিবার সন্ধ্যায় আনোয়ার শাহ রোডের কমিউনিটি হলে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বহু গুণীজন। মহিলা পরিচালিত এই সংস্থার উদ্দেশ্য হলো আড্ডার মাধ্যমে সামাজিক বন্ধনকে পুনর্জীবিত করা। মহুয়া বৈদ্যর কবিতা পাঠ অনুষ্ঠানটিকে বিশেষভাবে স্মরণীয় করে তুলেছিল। তাঁর কবিতা “সাম্যবাদী” কাব্যের অনন্যতা সকলের মন কেড়ে নিয়েছে এবং অংশগ্রহণকারীরা নতুন প্রেরণা নিয়ে ঘরে ফিরেছেন।

“জমিয়ে আড্ডা” এর মাধ্যমে, বন্ধুত্ব এবং সহযোগিতা পুনরুদ্ধার করার পাশাপাশি বাঙালির মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়, আসল আনন্দ আসে বন্ধুত্ব, আলোচনা এবং একত্রিত হওয়ার মধ্য দিয়েই।

আসুন, আমরা সবাই একত্রিত হই এবং নিজেদের মধ্যে আড্ডার সেই পুরনো রসায়ন ফিরিয়ে আনি, কারণ আড্ডা কেবল একটি কথোপকথন নয়, এটি বাঙালি সংস্কৃতির একটি অমূল্য অংশ।

Leave a Reply

error: Content is protected !!