Reported By: News Desk
‘ভালো থাকার পাসওয়ার্ড ‘ বইটি মহুয়া সেনের লেখা। বইটি রবিবার উদ্বোধন করলেন ডক্টর রতন কুমার বাড়ুই।
বইটিতে রয়েছে মানুষের ভালো থাকার পাসওয়ার্ড। ব্যস্তময় যুগে মানুষ শুধুই ছুটছেন। তার থেকে তৈরি হচ্ছে শারীরিক, মানসিক নানান অশান্তি। এই সবকিছু থেকে ভালো থাকার পাসওয়ার্ড রয়েছে বইটিতে।