Reported By : Masud Rana
২৫ শে নভেম্বর, শনিবার, মাইকের প্রচারে অতিষ্ঠ শহরবাসী, সকাল থেকে শুরু হয় মাইকের প্রচার, কোন ফার্মেসিতে কোন ডাক্তার বসবে এই প্রচার করতেই টোটোতে মাইক বেঁধে সারাদিন ঘোরাফেরা করে মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল মোড়ে। টোটোতে মাইক বেঁধে বেশিরভাগ সময় হাসপাতালের গেটের সামনেই ঘোরাঘুরি করে টোটো চালকরা।