মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, গ্রাম বাঁচানোর আর্জি এলাকাবাসীর

মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, গ্রাম বাঁচানোর আর্জি এলাকাবাসীর

Reported By:- Masud Rana

শীত পড়তেই জোর কদমে শুরু হয়েছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। মুর্শিদাবাদের ইসলামপুরের ভৈরব নদী সংলগ্ন চক জামা এলাকার ঘটনা। নদীর পাশে অত্যাধিক পরিমানে অবৈধ ভাবে চলছে মাটি কাটার কাজ। গ্রামবাসীদের শঙ্কা, এভাবে চললে আদৌ গ্রাম বাঁচবে তো ? প্রশ্নটা মুখে মুখে ঘুরছে সকলেরই। কিন্তু নিরুপায় গ্রাম বাসী। তাদের দাবী, একাধিক বার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা।
এলাকাবাসী রা জানান,প্রতিনিয়ত ট্রাক্টার ,জেসিবি ঢুকছে গ্রামের সংকীর্ণ গলি দিয়ে এবং চলছে মাটি তোলার কাজ। যে কোনো সময় ঘটতে পারে বিপদ কিন্তু তার কোনো তোয়াক্কা না করেই চলছে এই কাজ। অন্যদিকে ওই গ্রামের একটি খেলার মাঠ দিয়ে অনবরত চলছে জেসিবি ও ট্রাক্টার। তাতে যুবকদের খেলার তো অসুবিধা হচ্ছেই অন্যদিকে মাটি কাটার ফলে চাষ আবাদে বিপুল পরিমাণে ক্ষতি হচ্ছে।
যে স্থান থেকে মাটি তোলা হচ্ছে পরোক্ষ ভাবে পাশের আবাদি জমি টি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তার সত্ত্বেও হেলদোল নেই প্রশাসনের।
এদিন শুক্রবার এলাকাবাসী একত্রিত হয়ে জানান,আর নয়। এভাবে নিজেদের ফসলি জমি ও গ্রাম শেষ হতে দেবেন না তারা।
এ প্রসঙ্গে রাণীনগর ১ এর বি এল আর ও রঞ্জন কুমার কুন্ডু বলেন, রাণীনগর ১ অঞ্চলে তিন জায়গায় বালি তোলার অনুমতি রয়েছে। তার বাইরে যে মাটি বা বালি তোলার কাজ চলছে তা সম্পূর্ণ বা আইনি। প্রশাসন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিবে।

Leave a Reply

error: Content is protected !!