মাতৃশক্তি মহামায়া বাসন্তী পূজা আরাধনায় মেতে উঠলেন বেলঘরিয়া এভারগ্রিন স্বেচ্ছাসেবী সংগঠন

মাতৃশক্তি মহামায়া বাসন্তী পূজা আরাধনায় মেতে উঠলেন বেলঘরিয়া এভারগ্রিন স্বেচ্ছাসেবী সংগঠন

REPORTED BY:- News Desk

এবারের পুজো অষ্টম বর্ষ lকথিত আছে অযোধ্যার রাজা রামচন্দ্র অসুর রাজ রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য শক্তিময়ী মা দুর্গার কাছে শক্তি লাভের পুজো করেন lএই পূজা যেহেতু বসন্তকালে পুজোটি হয় বলে একে বাসন্তী পূজা বলা হয় l নারী হচ্ছে শক্তির আধার তাই আজকের পুজো উদ্বোধন করেন রূপান্তরকামী এয়ী ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সদস্য অভিনেত্রী শ্রী ঘটক ।এছাড়া আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌর পিতা
সৌমিত্র পুততুণ্ড ও মানস গুপ্ত l সমাজসেবক কল্লোল মুখার্জী ও রানা বিশ্বাস l বেঙ্গল মাস এডুকেশন এর ৩৫ জন পথশিশু দের নিয়ে কর্মসূচি পালন করা l প্রত্যেক শিশুর হাতে খাদ্য সামগ্রী সহ স্কুলে যাবতীয় জিনিস দেওয়া হয় l সংগঠনের সাধারণ সম্পাদক সোমনাথ সরকার এবং সংগঠনের প্রতিষ্ঠাতা অভিষেক বিশ্বাস জানান তাদের এমন কর্মসূচি আগামীদিনে চালিয়ে যাবেন l

Leave a Reply

error: Content is protected !!