Reported By : News Desk
২৯ শে জুন, বৃহস্পতিবার, কলকাতার টলি টকিজের স্টুডিওতে গত ২৫ শে জুন অনুষ্ঠিত হল 24x7 news bengal আয়োজিত বিউটি পেজেন্ট ও অ্যাওয়ার্ড শো মাতৃশক্তি শারদ সুন্দরীর কলকাতার প্রথম রাউন্তের অডিশন | এদিন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭০ জনেরও বেশি প্রতিযোগীরা অফ লাইনের মাধ্যমে অংশ নেয় ৷