Reported By :- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত নারীঘাটার নিকটবর্তী মাদ্রাসা রিয়াজুল উলুম ঝাড়ি বারহাসে অনুষ্ঠিত হলো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনন্য শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক এ আয়োজন কেবলমাত্র পড়াশোনার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং ছাত্রছাত্রীদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের এক বিশেষ ক্ষেত্র হয়ে উঠেছে।
অনুষ্ঠানের সূচনা হয় মনোমুগ্ধকর কিরাত পরিবেশনের মাধ্যমে। এরপর গজল, বক্তব্য এবং কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে জমে ওঠে অনুষ্ঠানের পরিবেশ। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে তাদের প্রতিভার পরিচয় দেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, মাদ্রাসা রিয়াজুল উলুম ছাত্রছাত্রীদের জন্য মাসিক বেতন ছাড়াই মানসম্মত শিক্ষা প্রদান করে। গরিব ও এতিম শিশুদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে। মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আবেদ জানান, “আমাদের লক্ষ্য হলো শিক্ষা ও নৈতিকতায় একটি প্রজন্মকে গড়ে তোলা, যারা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করবে। তিনি আরো বলেন আমাদের মাদ্রাসায় ধর্মীয় এবং আধুনিক দুটো শিক্ষা দেওয়া হয়।
এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা ছাড়াও তাদের সাংস্কৃতিক এবং নৈতিক বিকাশের দিকটি তুলে ধরার সুযোগ পায়। এতে উপস্থিত অভিভাবক ও অতিথিরা মুগ্ধ হন এবং এমন আয়োজন আরও বেশি হওয়ার দাবি জানান।