মানবিকতার অনন্য নজির দেখালেন আমতা প্রশাসন

মানবিকতার অনন্য নজির দেখালেন আমতা প্রশাসন

Reported By:- অভিজিৎ হাজরা , আমতা , হাওড়া

প্রশাসনের প্রতি মানুষ ভুল ধারণা পোষণ করেন ঘটনা তাই বলে । ‌ ‌ যখন প্রশাসনের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলছে , মানুষ যখন বলছে,প্রশাসনের দারস্থ হলে সমস্যার সমাধান হয় না।অযথা হয়রানির শিকার হতে হয়। আমতা এলাকার মানুষ আমতা থানার আধিকারিকদের কাজ নিয়ে আঙ্গুল তুলছেন, তাদের নামে বিরুপ মন্তব্য করছেন, মানুষ যখন বলছেন পুলিশ প্রশাসন মন্ত্রী, সাংসদ , বিধায়ক,নেতা - নেত্রী,আমলা, স্থানীয় রাজনৈতিক দলের পদাধিকারীদের অঙ্গুলি হেলনে চলছেন। পুলিশের মায়া - মমতা- মানবিকতা বলে কিছুই নেই , ঠিক তখনই হারিয়ে যাওয়া এক মানসিক মহিলাকে উদ্ধার করে আমতা থানা প্রশাসন তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দিলেন। ঘটনা প্রসঙ্গে জানা যায়,গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার সকাল ৮ নাগাদ মুর্শিদাবাদ এর বেলডাঙ্গা থানার অন্তর্গত আশ্রম মাথাপাড়া -র ওয়ার্ড নং ৪ এর ৬৪ বছর বয়সী মহিলা মহুয়া বিবি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা থানায় ঐ মহিলার ফটো সহ নাম ও বিবরন দিয়ে নিখোঁজ ডাইরি করেন।ওই মহিলা মানসিক প্রতিবন্ধী। কোনো ভাবে ঐ মহিলা আমতায় চলে আসেন গত ২৬ শে ফেব্রুয়ারি ২০২৫ বুধবার। আমতা এলাকায় ঐ মহিলাকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা আমতা থানায় ফোন করে জানান। তৎক্ষণাৎ আমতা থানা প্রশাসনের কর্তব্যরত পুলিশ আধিকারিকবৃন্দ ঘটনা স্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে আমতা থানায় নিয়ে আসেন।তারপর আমতা থানা প্রশাসনের আধিকারিকরা মহিলার সঙ্গে কথা বলে বুঝতে পারেন মহিলা মানসিক ভারসাম্য হীন। মহিলা নিজের নাম ও বাড়ির ঠিকানা জানিয়ে পুলিশদের বলেন ' আমি বাড়ি যাবো। আমাকে বাড়িতে দিয়ে আসো' । মহিলার নাম ও ঠিকানা জানতে পেরে আমতা থানা প্রশাসনের আধিকারিক ঐ মহিলার ছবি তুলে ২৬ শে ফেব্রুয়ারি ২০২৫ মুর্শিদাবাদ এর বেলডাঙ্গা থানায় পাঠিয়ে জানান মহিলা আমতা থানার হেফাজতে আছেন।থানা যোগাযোগ রক্ষা অব্যাহত রাখেন। এরপর বেলডাঙ্গা থানা প্রশাসন তাদের কাছে থাকা নিখোঁজ ডাইরির কপি দেখে মহিলার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে জানান " মহিলা আমতা থানার হেফাজতে আছেন, ওনারা আমতা থানায় গিয়ে মহিলাকে যেন বাড়ীতে নিয়ে আসেন"। খবর পেয়েই পরিবারের সদস্যরা গত ২৬ শে ফেব্রুয়ারি আমতা থানায় এসে মহিলাকে তাদের পরিবারের সদস্য বলে সনাক্ত করেন।২৭ ফেব্রুয়ারি ২০২৫ সকালে আমতা থানা প্রশাসন সমস্ত রকম নথিপত্র তৈরি করে মহিলাকে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। পরিবারের সদস্যরা মহিলাকে নিয়ে বাড়ি ফিরে যান। পুলিশের এই মানবিক কাজে পরিবারের সদস্যরা যারপর নাই খুশি। ওনারা বলেন, " প্রশাসনের উপর আস্থা ও ভরসা রাখুন।যে কোন সমস্যায় প্রশাসনের কাছে এসে জানান।প্রশাসন আপনার সমস্যার সুষ্ঠ সমাধান করবেন।প্রশাসনকে ভুল বুঝবেন না। মানুষকে প্রশাসনের কাজ সম্পর্কে ভুল বোঝাবেন না। পুলিশকে আপনার কাছের মানুষ ভাবুন ‌নিদ্বিধায় আপনার সমস্যার কথা বলুন। কোনো রকম বিপদের সম্মুখীন হলে প্রশাসনের দারস্থ অবশ্যই হবেন।কারো কোনো কথায়, প্ররোচনায় পুলিশ প্রশাসনকে ভুল বুঝবেন না।

Leave a Reply

error: Content is protected !!