মানব সেবায় আবার ও আমরা উপস্থিত হয়েছিলাম #তৃপ্তির_আহার নিয়ে

আজ  ১৭ ই বৈশাখ ১৪২৯, ( ইং ১লা মে ) রবিবার মানব সেবায় আবার ও আমরা উপস্থিত হয়েছিলাম #তৃপ্তির_আহার নিয়ে।

শ্রীমত্যা নিবেদিতা সিনহা মহাশয়া  তার স্বামী স্বর্গীয় শ্রী জিমূত বাহন সিনহা মহাশয়ের প্রথম মৃত্যুবার্ষিকীর পূণ্যতিথিতে, তার আত্মার শান্তি কামনায় বহরমপুরের গোরা বাজার গঙ্গার ঘাট এলাকায় প্রায় ৫০ জন ভিক্ষাজীবী মানুষের দুপুরের আহারের ব্যবস্থা করেন। শুধু তাই নয় তাদের হাতে #নতুনবস্ত্র ও তুলে দেওয়া হয়। এবং #বিশ্বসবুজায়নের লক্ষ্যে আগত সকলকে #প্রচেষ্টাফাউন্ডেশনের পক্ষ থেকে #সবুজচারা গাছ ও উপহার দেওয়া হয় ।

খাদ্য তালিকায় ছিল #ভাত, #ডাল,#এচোরচিংড়ি, #মাছেরঝোল, #চাটনি, #পাঁপড় এবং #মিষ্টি। সেখানে সকলে পরম তৃপ্তির সাথে ধৈর্য্য ধারণ করে গ্রহন করেন মধ্যাহ্ন আহার। তাদের মুখে সামান্য অন্ন তুলে দিতে পেরে আমরাও আপ্লুত। 🔸আজ #প্রচেষ্টা_ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী সুদীপ দে মহাশয়, শ্রী সৌগত সাহা মহাশয়, শ্রীমতী অনিতা দত্ত সেনগুপ্ত মহাশয়া, শ্রী সৌরভ সেনগুপ্ত মহাশয়, পুলকেশ বিটার মহাশয়, রূপক রায় মহাশয়,  সেন্টু শেখ মহাশয়, সুস্মিতা দাস মহাশয়া, শ্রী সুজয় সাহা মহাশয় ও শ্রী অর্ধেন্দু মজুমদার মহাশয়।

Leave a Reply

error: Content is protected !!