খাদ্য তালিকায় ছিল #ভাত, #ডাল,#এচোরচিংড়ি, #মাছেরঝোল, #চাটনি, #পাঁপড় এবং #মিষ্টি। সেখানে সকলে পরম তৃপ্তির সাথে ধৈর্য্য ধারণ করে গ্রহন করেন মধ্যাহ্ন আহার। তাদের মুখে সামান্য অন্ন তুলে দিতে পেরে আমরাও আপ্লুত।
🔸আজ #প্রচেষ্টা_ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী সুদীপ দে মহাশয়, শ্রী সৌগত সাহা মহাশয়, শ্রীমতী অনিতা দত্ত সেনগুপ্ত মহাশয়া, শ্রী সৌরভ সেনগুপ্ত মহাশয়, পুলকেশ বিটার মহাশয়, রূপক রায় মহাশয়, সেন্টু শেখ মহাশয়, সুস্মিতা দাস মহাশয়া, শ্রী সুজয় সাহা মহাশয় ও শ্রী অর্ধেন্দু মজুমদার মহাশয়।