Reported By : Binay Roy
২৮শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার, বহরমপুরে মানসিক অবসাদে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা এক যুবকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার খুব ভোরে বহরমপুরের খাগড়া সৈদাবাদ নিমতলা পাড়া এলাকায়। মৃত যুবকের নাম অনিন্দ ভট্টাচার্য (৩৫)। পেশায় সরকারি কর্মচারী। স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরে মৃত যুবক অনিন্দ ভট্টাচার্য বাড়িতে একাই থাকতেন এবং মাঝেমধ্যে গান-বাজনা করতেন। গত কয়েক বছর আগে বাবা-মায়ের মৃত্যু হয় এবং বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে সে একাকীত্ব অনুভব করে বাড়িতে একাই থাকতেন। স্থানীয়রা এদিন সকালে মৃত যুবকের বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে। এবং ঘরে জানালা দিয়ে দেখতে পায় আগুনে পোড়া দগ্ধ মৃতদেহ। বহরমপুর থানা পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।