Reported By:- Manoj Das
প্রতিবছরের ন্যায় সামাজিক কাজে দায়বদ্ধ মাথায় রেখে কামারহাটি ডুবিয়া বাগান স্বেচ্ছাসেবী সংগঠন আর জি পার্টির পক্ষ থেকে পালিত হল শীত কম্বল প্রদান l সংগঠনের পক্ষ থেকে কামারহাটি অঞ্চলের সাধারণ অসহায় মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করে চলেছেন এই সংগঠন l আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করবেন বলে জানালেন সংগঠনের সম্পাদক ও সভাপতি l সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই কর্মসূচি এখানেই থেমে থাকবে না আগামী দিন রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির ও বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে কামারহাটি অঞ্চলজুড়ে তারা কাজ সংঘটিত করবেন l এবং সংগঠনের পক্ষ থেকে জানানো হয় কামারহাটি অঞ্চলে কোন অসামাজিক কার্যকলাপ হলেও সেখানে তারা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবেন অঞ্চলের সাধারণ মানুষদের নিয়ে l সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে আরও সাধারণ মানুষকে এই সংগঠনের পতাকা তলে অংশগ্রহণ করার আবেদন জানায় l