Reported By : Masud Rana
১৪ ই নভেম্বর, সোমবার, রানীনগর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাংসদ মরহুম আব্দুল মান্নান হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোয়াস এসএইচসি হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। আর ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মহরম আব্দুল মান্নান হোসেনের স্ত্রী বুলবুল বেগম, সাংসদ মান্নান হোসেনের পুত্র রাণীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন, এছাড়াও রাণীনগর ১ নং ব্লকের ব্লক সভাপতি মোস্তফা সরকার, বনভূমি কর্মদক্ষ নারায়ণচন্দ্র দাস ছাড়াও একাধিক তৃণমূল নেতৃত্ব। অনুষ্ঠান শেষে সাংসদ মান্নান হোসেনের প্রয়াণ দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবারও গরীব দুস্থদের বস্ত্র দান করা হয়।