প্রাক্তন সাংসদ তথা প্রাক্তণ তৃণমূল জেলা সভাপতি মান্নান হোসেনের মৃত্যু বার্ষিকীতে শীত বস্ত্র বিতরণ বহরমপুরে। রবিবার বহরমপুরের রানীবাগান যুব তৃণমূল কংগ্রেস কার্যালয় (মান্নান হোসেন ভবন) থেকে মান্নান হোসেনের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রায় শতাধিক অসহায় গরীর দুঃস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেন বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অর্কদীপ সরকার। করোনা আবহের কারণে শীত বস্ত্র বিতরনের আগে শীতবস্ত্র নিতে আসা অসহায় মানুষদের হাতে স্যানিটাইজার ও মাস্ক তুলে দেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য যুব তৃণমূল নেতা কর্মীরা।