বলিউডের ফ্যাশন দিভা মালাইকা অরোরা (Malaika Arora) এতগুলি বসন্ত পেরিয়েও এখনও সমান সুন্দরী। এভারগ্রিন মালাইকার ফিটনেস সচেতনতা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। টোনড ফিগারের কারণে তিনিই ফ্যাশন ডিজাইনারদের প্রথম পছন্দ। গত বছর মালাইকাকে দেখা গিয়েছিল ল্যাকমে ফ্যাশন উইকের মার্জার সরণিতে। এবার ফ্যাশন ডিজাইনার বিক্রম ফাডনিস (Vikram Phadnis)-এর তৈরি পোশাক পরে তাঁর ফ্যাশন শোকেস অনুষ্ঠানে ক্যামেরাবন্দি হলেন মালাইকা।