মাস্ক না পরার অপরাধে পুলিশের হাতে আটক ৫ বহরমপুরে

মাস্ক না পরার অপরাধে পুলিশের হাতে আটক ৫ বহরমপুরে

Reported By:-Binoy Roy

করোনার বিধিনিষেধের জেরে শনিবার বহরমপুরের ইন্দ্রপ্রস্থ বাজার সহ রানিবাগান কান্তনগর এলাকায় অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ।এদিন মাস্ক না পরার অপরাধে প্রায় ৫ জন ব্যাক্তিকে আটক করে পুলিশ।পাশাপাশি এদিন সকল ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক বাধ্যতামূলক ভাবে পড়তে হবে বলে নির্দেশ দেওয়া হয়। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন, বহরমপুর আই সি রাজা সরকার এবং অন্যান্য পুলিশ কর্মীরা।

Leave a Reply

error: Content is protected !!