গাড়ি চালকদের বিরুদ্ধে কেন্দ্র সরকারের জারি করা কালা আইনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে একটি মিছিল করা হ'ল মুর্শিদাবাদ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে। আন্দোলনকারীদের দাবি- স্থগিত রাখা নয়, অবিলম্বে এই কালা আইন প্রত্যাহার করতে হবে সরকারি ভাবে। তা নাহলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। এই উপলক্ষে এদিন দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে জমায়েত হয়ে মিছিলে পা মেলান মুর্শিদাবাদ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এদিন দুপুরে বহরমপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল।