Skip to content
“মিমি চক্রবর্তী” ভাইরাল অফ হোয়াইট ব্লেজারে !

“মিমি চক্রবর্তী” ভাইরাল অফ হোয়াইট ব্লেজারে !

Reported By:- Subha Roy

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অন্য নায়িকাদের তুলনায় স্বতন্ত্র। তিনি ডায়েট ও ওয়ার্কআউটের পাশাপাশি অপেক্ষা করেন ‘চিট ডে’-র। এই বিশেষ দিন হল প্রত্যেক সপ্তাহের রবিবার। এদিন মিমি অবশ্যই খান তাঁর পছন্দের জাঙ্ক ফুড। তবে তার আগে শনিবার মিমি শেয়ার করতে ভুললেন না তাঁর সাম্প্রতিক ফটোশুটের ঝলক। ইন্সটাগ্রামে মিমির শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে সাদা রঙের ক্রপ টপ। এই টপের সাথে মিমি টিম আপ করেছেন হালকা ব্রাউন রঙের ব্লেজার। ব্লেজারটি ফুলস্লিভ হলেও তা থ্রি-কোয়ার্টার করে পরেছেন মিমি। ফ্রন্ট ওপেন ব্লেজারের সাথে মিমির নিম্নাংশে রয়েছে হালকা ব্রাউন রঙের ট্রাউজার। ট্রাউজারটি হাই-ওয়েস্ট। এই পোশাকের সাথে মিমির মেকআপ যথেষ্ট হালকা হলেও তা উজ্জ্বল। ন্যুড পিঙ্ক শেডের আইশ‍্যাডো ও হালকা আইলাইনারের টান মিমির দুই চোখকে করে তুলেছে আকর্ষক। ঠোঁট রাঙানো পিচ শেডের লিপস্টিকে। চিকবোনে রয়েছে পিচ রঙের হাইলাইটারের ব্যবহার। খোলা চুলে রয়েছে হালকা কার্ল। এই পোশাকের সাথে মিমির দুই কানে রয়েছে সোনালি রঙের জাঙ্ক ইয়ারিং। ছবিগুলি শেয়ার করে মিমি লিখেছেন, তারাদের মধ্যেই রয়েছে ম্যাজিক। এই ক্যাপশনের সাথে তিনি জুড়েছেন সোনালি তারার ইমোজি।

Leave a Reply

error: Content is protected !!