Reported by : News Desk ১৭ ই জুলাই, সোমবার, "দ্যা হোয়াইট হর্স এন্টারটেইনমেন্ট" প্রযোজিত একটি নতুন বাংলা ছবি "রহস্যদীপ" মুক্তি পেল ১৪ ই জুলাই।এই ছবিটি দর্শকদের খুব ভালো লেগেছে এবং আশা করি আগেও লাগবে।
ছবিটি খুব সুন্দর হয়েছে আর এই ছবিটি বড়দের তো ভালো লাগবেই তার সাথে ছোটদেরও খুব ভালো লাগবে। বাংলা সিনেমা জগতে এই প্রথমবার অন্য গ্রহের জীবকে নিয়ে ভিন্ন ধরনের একটি ছবি বানানো হয়েছে।
ছবিটি এতটাই ভালো যে দর্শকদের সিনেমা হলে বসিয়ে রাখবে। আশা করা যায় এই ছবি ছোট থেকে বড় সবাইকে হল মুখী করবে।