বুধবার বিকেল ৪ঃ৩০ মিনিট থেকে বহরমপুর রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারনেই বহরমপুরের প্রশাসনিক ভবন, রবীন্দ্র সদন, বহরমপুর সার্কিট হাউসে সাজো সাজো রব। বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানের চারিদিকে শাল কাঠের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যারাক স্কোয়ার ময়দানে মুখ্যমন্ত্রীর নামা ও ওঠার জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরী করা হয়েছে। রাতদিন ২৪ ঘন্টা ধরে কাজ চলছে। অন্যদিকে গোটা রবীন্দ্র সদনকে নীল সাদা কাপড়ে মুড়ে ফেলা হয়েছে। যাতে কোথাও কোন ফাঁক ফোকড় না থাকে সেই সব খতিয়ে দেখছে জেলা প্রশাসন। রাস্তার দুই ধারের দেওয়ালে লেগেছে নীল সাদা নতুন রঙের পোচ। রাস্তার মাঝের ডিভাইডার গুলিকে সার্ফের জল দিয়ে পরিস্কারের হিড়িক পড়ে গেছে। যাতে মুখ্যমন্ত্রীর কোন অসুবিধা না হয় সেই দিক লক্ষ্য করে আকাশ পথের পাশাপাশি সড়ক পথের ও রেল পথের বিকল্প ব্যবস্থা করা হয়েছে।