Reported By:- Masud Rana
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের 67 তম জন্মদিন উপলক্ষে মুর্শিদাবাদের রানীনগর 2 নম্বর ব্লকের, ছয় রানীনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 500 হাস বিতরণ করেন মহিলাদেরকে। এই হাস পেয়ে খুশি বলে জানিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।উপস্থিত ছিলেন রানীনগর ব্লক সভাপতি শাহ আলম সরকার, পঞ্চায়েত প্রধান শেফালী খাতুন বিবি, অঞ্চল সভাপতি মোস্তাফিজুর ইসলাম।