Reported By:- Binoy Roy
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ৬৭ তম জন্মদিন আজ পালন করছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বরাবরই বিতর্কের কেন্দ্রে থাকা হুমায়ুন কবীর এবার মমতা ব্যানার্জির জন্মদিন পালনের যে উদ্যোগ নিয়েছে তা চমকে দিয়েছে সকলকে।
মমতা ব্যানার্জির জন্মদিন পালনের জন্য আজ তিনি বহরমপুরের একটি বিখ্যাত মিষ্টির দোকান থেকে ৬৭ কেজি ওজনের একটি ছানাবড়া তৈরি করিয়েছেন এবং শক্তিপুরের একটি দোকান থেকে ৬৭ কেজি ওজনের একটি কেক বানিয়েছেন?
আজ বিকেল পাঁচটার সময় ভারতপুর বিধানসভা কেন্দ্রের সালারে সেচ দপ্তরের একটি বাংলোতে মমতা ব্যানার্জির জন্মদিনে কেক এবং ছানাবড়া কাটা হবে। তারপর সেই মিষ্টি এবং কেক স্থানীয় লোকদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন হুমায়ুন কবীর ।