REPORTED BY:- MASUD RANA
৫ই মে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির তৃতীয়বার শপথ গ্রহনের বর্ষপূর্তি উৎযাপন ও উন্নয়নের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় আজ শুক্রবার। এই দিন ডোমকল স্টেডিয়াম মাঠ থেকে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়৷ শোভাযাত্রার উপস্থিত ছিলেন ডোমকল মহাকুমা শাসক সুমিত কুমার রায়, ডোমকল বিধায়ক জাফিকুল ইসলাম,ডোমকল বিডিও পার্থ মণ্ডল,ডোমকল টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।