Reported By : Masud Rana
১০ ই জুলাই, সোমবার, ডোমকল ধুলাউড়ি অঞ্চলের রাধাকান্তপুর এলাকায় চলেছিল মুড়ি মুড়কির মত বোমাবাজী। আটেই জুলাই পঞ্চায়েত ভোটের দিন, একদম বুথের কয়েকধাপ দূরত্বে চলেছিল এই বোমাবাজী। ভোট বন্ধ হয়ে গিয়েছিল ওই বুথে। আজ অর্থাৎ সোমবার চলছে পুনঃনির্বাচন, ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলের রাধাকান্তপুর, তুলসিপূর, কুলবোনা, এই কেন্দ্রগুলোকে মুড়িয়ে ফেলা হয়েছে রাজ্য ও কেন্দ্র বাহিনী দিয়ে। আপাতত শান্তিশৃঙ্খলা ভাবে চলছে ভোট। তবে বেলা গড়াতে কি হয় সেটায় দেখার বিষয়।