Skip to content
মুর্শিদাবাদের ইসলামপুরে পালিত হলো বিশ্ব জলদিবস

মুর্শিদাবাদের ইসলামপুরে পালিত হলো বিশ্ব জলদিবস

REPORTED BY:- MASUD RANA

গোটা দেশের সাথে সাথে আজ মুর্শিদাবাদের ইসলামপুরে ও পালিত হলো বিশ্ব জলদিবস , । গোটা পৃথিবীর এক তৃতীয়াংশ জল হওয়া সত্বেও পানিও জলের অভাব লেগেই রয়েছে । আর সেই দিকে লক্ষ রেখেই প্রতিবছর বিশ্ব জল দিবস পালিত হয় ।

আজ র্শিদাবাদের ইসলামপুর থানার , AB Sports academy এবং বেবি ফুটবল ক্লাবের উদ্ধোগে পালিত ছোট ছোট কচি কচাদের নিয়ে পালিত হলো বিশ্ব জলোদিবস । কিভাবে পানীয় জলের অপচয় কম করে চলা , যায় , কিভাবে পানীয় জলের সংকট মেটানো যায় , সেইসব নিয়ে আলোচনা হয় , যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্মকে জলের সংকট থেকে মুক্তি দিতে পারে যায় ।

Leave a Reply

error: Content is protected !!